আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রথম পাইলট প্রকল্পের প্রথম ধাপ শতভাগ সফল হয়েছে। আমরা আমাদের প্রথম পাইলটপ্রকল্প গ্রহণ করেছিলাম নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নুনেরটেক গ্রামে। সেখানে পরীক্ষামূলকভাবে ২০ জনকে আমাদের নীতিমালা অনুযায়ী লোন প্রদান করা হয়। কোন রকম জামানত বা সার্ভিস চার্জ ছাড়াই বিনা সুদে প্রত্যেককে ১০০০ টাকা করে প্রদান করা হয়। তারা সবাই নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেছে।
তাদেরকে তিন মাস সময় দেয়া হয়েছিল। আমরা জুন মাসে এই টাকা প্রদান করি। সেপ্টেম্বরের মধ্যেই তারা টাকা পরিশোধ করেছে। একজনও টাকা নিয়ে কোন প্রকার গড়িমশি করেনি। আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আল আামীনের। যারা আশঙ্কা করেছিলেন যে টাকা ফেরৎ পাওয়া যাবে কিনা। তাদের আশঙ্কা আপাতত: দূর হল।
আমরা খুব শিঘ্রই দ্বিতীয় ধাপে অগ্রসর হচ্ছি। এবার সবাইকে ২০০০ হাজার টাকা করে তিন মাসের জন্য প্রদান করা হবে।এবার আমরা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে লোন প্রদান ও সংগ্রহ করব। এজন্য ওয়েবসাইটে একটি ফরম দেয়া হয়েছে। যেটি পূরণ করে সহজেই লোকজন লোন নিতে পারবে।আশা করি এবারও সবাই সময়মত লোন পরিশোধ করবে। সোনারগাঁওয়ের পাইলট প্রকল্প সম্পূর্ণ সফল হলে এটিকে মডেল ধরে সারা দেশে এই প্রকল্প চালু করার আশা করছি। বাকীটা আল্লাহ’র ইচ্ছা।<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Hd8ybPOfCf0″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope;