আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঋণদান কর্মসূচীর চতুর্থ ধাপ শুরু হয়েছে্ ইতিমধ্যে আমরা দশজনকে আট হাজার টাকা করে ঋণ দিয়েছি। চতুর্থ ধাপে ঋণ গ্রহীতাদের মধ্যে রয়েছেন, মওলানা আতিকুল্লাহ, সালেহা বেগম, মাসুমবিল্লাহ, জেসমিন বেগম, শিপ্রা সরকার, মোহসিন, আব্দুর রশিদ, তোফাজ্জল হোসেন মিয়া, রফিকুল ইসলামসহ আরো অনেকে। আমরা আশা করছি তারা সবাই সময়মত ঋণ পরিশোধ করবেন । এরপর আমরা পঞ্চম ধাপ শুরু করবো। যেখানে প্রত্যেকে তিন মাসের জন্য ১০ হাজার টাকা করে বিনা সুদে পাবেন।
মাসুমের মৎস প্রজেক্ট
Dec 6, 2021
By helpothe
address: 140,west nakhalpara, tejgaon dhaka.