আমরা কোন রকম সুদ, জামানত বা ফি ছাড়া ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। ক্ষুদ্র ঋণ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।এইনাম্বারে ফোন করুন-০১৫৫২৩২০৯১৮।
সাক্ষর ফাউন্ডেশনের অলাভজনক উদ্যোগ হেল্প আদার বিডি ডট কম হতে বিনা সুদ বিনা জামানতে আপনার প্রয়োজনে ঋণ নিতে পারেন কিংবা ঋণ দিতে পারেন অথবা এককালিন অর্থ দান করে আপনি একজন দাতা স্বেচ্ছাসেবী হতে পারেন।আমাদের পরিভাষায় সদস্যদের সেচ্ছাসেবী বা ভলান্টিয়ার বলা হয়। এই ভলান্টিয়ার তিন ক্যাটাগরির।
১. ঋণ গ্রহিতা স্বেচ্ছাসেবী
২. দাতা স্বেচ্ছাসেবী
৩. জমাকারী স্বেচ্ছাসেবী
অনেকে সৎকাজে আগ্রহী কিন্তু সামর্থ্যের কারণে করতে পারেননা।তারা ফেরত নেয়ার শর্তে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আমাদের ফান্ডে জমা রেখে পরকালীন কল্যাণ লাভ করতে পারেন। ইসলামী পরিভাষায় যাকে “কর্জে হাসানা” বলে। হাদীসে আছে কাউকে কর্জে হাসানা দিলে সাধারণ দানের চেয়ে আটগুণ সাওয়াব বেশী হয়।কারণ দান মানুষকে কর্ম বিমুখ করে আর ঋণ মানুষকে কর্মমুখী করে।
এক হাজার অথবা তার থেকে বেশী যে কোন অঙ্কের অর্থ এই ফান্ডে দান করে একজন দাতা স্বেচ্ছাসেবী হতে পারেন। আর জমাকারী স্বেচ্ছাসেবী হতে হলে কমপক্ষে পাঁচ হাজার টাকা কমপক্ষে ছয় মাসের জন্য জমা রাখতে হবে। ছয় মাস পর তিনি যত টাকা জমা রেখেছিলেন ঠিক তত টাকাই ফেরত পাবেন কোন সুদ বা মুনাফা পাবেন না। আর ঋণ গ্রহীতা স্বেচ্ছাসেবী হতে হলে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে যথা সময়ে ফেরত দিলেই হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন
অথবা
রফিক হাসান, কবি ও সাংবাদিক
০১৫ ৫২ ৩২ ০৯ ১৮
মঈন চিশতী, সুফী ও ধর্মচিন্তক
০১৭ ১৫ ৯১ ১০ ০২